বিনোদন

ভালবাসাও পেয়েছি, আবার সেরকম পেয়েছি অপমানও! জানালেন সৌমিতৃষা

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তার অভিনীত ‘মিঠাই’ ধারাবাহিক সারা বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই ধারাবাহিক তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। সম্প্রতি তিনি ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে বড় পর্দায়ও অভিষেক করেন। এই ছবিটিও বেশ জনপ্রিয় হয়।

সৌমিতৃষা কুণ্ডু তার সাফল্য নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “আমি এখনও অনেক কিছু শিখছি। আমার লক্ষ্য হল একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি জানি, এর জন্য আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমি সেই পরিশ্রম করতে প্রস্তুত।”

সৌমিতৃষা কুণ্ডু তার ট্রোলিং নিয়ে বেশ নির্বিকার। তিনি বলেন, “ট্রোলিং তো থাকবেই। এটা তারকা হওয়ার বিড়ম্বনা। কেউ ভালো বলে, কেউ আবার খারাপ বলে। কিন্তু আমি সবই নিয়ে হাসিমুখে মেনে নিই। কারণ, মানুষ আমাকে নিয়ে কথা বলছে, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সৌমিতৃষা কুণ্ডু এখনও সিঙ্গল। তিনি বলেন, “আমি এখনও এমন কাউকে খুঁজে পাইনি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারি। আমার এখন কেরিয়ার তৈরির সময়। আপাতত কেরিয়ারেই মন দিতে চাই।”

Related Articles