বিয়ের পিঁড়িতে বসছেন তিথি? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জল্পনা তুঙ্গে!

টলিপাড়ায় নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার নাকি বিয়ে করছেন অভিনেত্রী তিথি বসু। ইন্ডাস্ট্রিতে তিনি ‘ঝিলিক’ নামে পরিচিত।
‘মা’ সিরিয়ালের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিথি। তবে অনেক ছোট থেকেই অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে ‘মা’ শেষ হওয়ার পর থেকে তেমন ভাবে তাঁকে সিরিয়ালে দেখা যায়নি। তার পর এখন পুরোদমে নিজের ইউটিউব চ্যানেলে মন দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার আচমকাই একটি ছবি পোস্ট করেন তিথি। যেখানে দেখা যাচ্ছে পঞ্চব্যঞ্জন সাজানো। মাছ, মাংস হরেক রকম পদের সামনে হাসিমুখে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবিতে তিথি লিখেছেন ‘প্রথম আইবুড়োভাত’। সেই সঙ্গে উল্লেখ করেছেন আরও এক ইউটিউবারের।
এই ছবি দেখে অনেকেই ভাবলেন যে, তিথি বিয়ে করে ফেলেছেন। তবে ধোঁয়াশা কাটল কিছুক্ষণের মধ্যেই। কারণ, যে ইউটিউবারকে নিজের পোস্টে উল্লেখ করেছিলেন তিথি, তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, তিথি এবং সেই ইউটিউবার একসঙ্গে একটি নাটকে কাজ করছেন। আর সেই নাটকের আইবুড়োভাতের দৃশ্যের শুটিং হচ্ছে।
তাই তিথির বিয়ের গুঞ্জন মিথ্যা প্রমাণিত হল। তবে তাঁর এই ভুল পোস্টের জন্য বেশ সমালোচিত হয়েছেন তিনি। অনেকেই তাঁকে বলছেন, “এমন সব ছবি পোস্ট করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত।”
এই মুহূর্তে তিথি ছোট পর্দায় কাজ করতে খুব একটা আগ্রহী নন। আপাতত নিজের ভ্লগেই মন দিয়েছেন তিনি।