বাস্তবে প্রেম করছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু? জল্পনা তুঙ্গে!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। এই কারণেই টলিপাড়ায় গুঞ্জন রয়েছে যে, এই জুটি বাস্তবেও প্রেম করছে।
সম্প্রতি সৌম্য ও অঙ্কিতা সিরিয়ালের বাইরেও একসঙ্গে বেশ কয়েকটি রিল ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওগুলিতে তাঁদের মধ্যে বেশ ভালোবাসার সম্পর্ক দেখা যায়। এই ভিডিওগুলির কারণেই দর্শকদের মধ্যে এই গুঞ্জন আরও বেশি জোরালো হয়েছে।
এই গুঞ্জনের বিষয়ে সৌম্য ও অঙ্কিতা দুজনেই এখনও কোনো মন্তব্য করেননি। তবে সৌম্য আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, “আমরা শুধুই বন্ধু। আমাদের মধ্যে কোনো প্রেম নেই।”
অঙ্কিতা অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন যে, “আমি এখন শুধুই আমার ক্যারিয়ার নিয়ে মনোনিবেশ করতে চাই।”
টলিপাড়ায় বিয়ের সানাই বাজছে। দর্শনা ও সৌরভের বিয়ের পর এবার কি সৌম্য ও অঙ্কিতার বিয়ের খবর শোনা যাবে? অবশ্য এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে কথায় আছে, যা রটে তার কিছু তো বটে।