ফুলকিকে ফাঁদে ফেলতে নতুন ষড়যন্ত্র বানাচ্ছে রুদ্ররূপ! কী হবে এবার?

বাংলা টেলিভিশনের নতুন সিরিয়াল “ফুলকি” বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিয়ালে ফুলকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ফুলকি একজন মেধাবী ও সাহসী মেয়ে। সে বক্সিংয়ে আগ্রহী এবং রোহিতকে পছন্দ করে।
সিরিয়ালের সর্বশেষ পর্বে দেখা গেছে, তমাল ফুলকির সঙ্গে দুর্ব্যবহার করে। ফুলকি তমালকে প্রতিবাদ করে এবং তার স্ত্রীকে সমর্থন করে। ফুলকির এই সাহসী পদক্ষেপ সকলের প্রশংসা কুড়ায়।
রোহিত ফুলকিকে বক্সিংয়ের ট্রেনিং দেয়। কিন্তু ফুলকি বক্সিংয়ের ট্রেনিংয়ে ফাঁকি দিচ্ছে বলে রোহিত তার সঙ্গে কথা বলছে না। ফুলকি এতে খুবই কষ্ট পায়।
অবশেষে ফুলকি বক্সিং ম্যাচে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। ফুলকির এই জয় রোহিতের খুশি হয়। ফুলকি রোহিতের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু রোহিত তাকে এড়িয়ে যায়।
বক্সিং ম্যাচে লড়ার সময় ফুলকির বিপদ হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসে এবং তার পাশে থাকে। ফুলকির বিপদ কাটে।
ফুলকির আসল পরিচয় এখনও রোহিত জানে না। ফুলকি কি কখনো রোহিতের কাছে তার আসল পরিচয় প্রকাশ করবে, সেটাই দেখার অপেক্ষা।