বিনোদন

দুর্বল লেখনীর জন্য নষ্ট হচ্ছে স্বয়ম্ভুর চরিত্রটা, স্পেস পাচ্ছেন না হিরো! মত দর্শকদের

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী” টিআরপি তালিকায় শীর্ষস্থান থাকলেও, সম্প্রতি হিরো স্বয়ম্ভুর চরিত্রকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

অনেকে মনে করেন, স্বয়ম্ভুর চরিত্রটি অত্যন্ত দুর্বল এবং গুরুত্বহীন। ৫০০ টি পর্বের মধ্যে মাত্র ২০০ টি পর্বে তাকে সঠিকভাবে দেখানো হয়েছে। সপ্তাহে একবার ২-৩ মিনিটের জন্য সে পর্দায় এলেও তার কোন কাজ নেই।

অন্যদিকে, জগদ্ধাত্রী এবং কৌশিকী মুখার্জী ধারাবাহিকের মূল চালিকাশক্তি। জগদ্ধাত্রী ও কৌশিকীই ধারাবাহিকের মূল চালিকাশক্তি, স্বয়ম্ভুর সাথে জগদ্ধাত্রীর জুটি বেমানান। অনেক দর্শক মনে করেন জগদ্ধাত্রীর সাথে স্বয়ম্ভুর জুটি মানানসই নয়।

Related Articles