বিনোদন

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্যা সেন! কোন ছবিতে দেখা যাবে তাকে?

 

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের নতুন ছবি ‘আমার বস্‌’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজ়ার। এছাড়াও আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র এবং গৌরব চট্টোপাধ্যায়।

সম্প্রতি এই ছবিতে যোগ দিয়েছেন অভিনেত্রী ঐশ্বর্যা সেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ছবির শুটিং চলছিল। সেখানে ছিলেন ঐশ্বর্যা।

অল্প সময়ের মধ্যেই টলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন ঐশ্বর্যা। এর আগে ‘কিশমিশ’ ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজ়েও অভিনয় করে চলেছেন তিনি।

শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে এটা অভিনেত্রীর প্রথম কাজ। এই ছবি ঐশ্বর্যাকে ভবিষ্যতে কতটা এগিয়ে দেবে তা সময় বলবে।

Related Articles