বিনোদন
তবে কি ফুলকিকে ভুলে যাবে রোহিত? দেখতে থাকুন ফুলকি ধারাবাহিক

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি”তে রোহিত ফুলকির আসল পরিচয় জানতে পেরে অবাক হয়ে গেছেন। ফুলকি আসলে একজন ধনী পরিবারের মেয়ে। তার বাবা একজন ব্যবসায়ী। কিন্তু সে তার পরিবারের অজান্তেই পালিয়ে এসেছিল। ফুলকির আসল নাম নীলিমা।
ফুলকির প্রথম বক্সিং ম্যাচে হারার পর সে রোহিতের কাছে তার আসল পরিচয় জানায়। রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায়। সে ফুলকিকে তার বাবার সাথে দেখা করতে রাজি হয়।
ফুলকি তার বাবার সাথে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে। তার বাবা ফুলকিকে ক্ষমা করে নেয় এবং তাকে তার সাথে ফিরে যেতে বলে। ফুলকি তার বাবার সাথে ফিরে যায় এবং তার আসল পরিচয় ফিরে পায়।
রোহিত এখন ফুলকির সাথে কী করবে তা ভেবে পাচ্ছে না। সে কি ফুলকিকে ভালোবাসে? নাকি তার আসল পরিচয় জানতে পেরে সে ফুলকিকে ভুলে যাবে?