বিনোদন
টলিউডের পর এবার বাংলাদেশের বড় ছবিতে কৌশানি! কবে থেকে শুরু শুটিং?

কৌশানী মুখোপাধ্যায় টলিউডের পরিচিত মুখ, ‘আবার প্রলয়’ সিরিজ় এবং ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে এখনও টলিউডে তার উল্লেখযোগ্য কাজের সংখ্যা কম। তাই কি এবার তিনি বাংলাদেশের ছবির দিকে মনোযোগ দিচ্ছেন?
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি বাংলাদেশি ছবির শুটিং। ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করবেন প্রযোজক ও অভিনেতা মুন্না।
প্রথমে এই ছবির জন্য মাহিয়া মাহিকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু এক দিন শুটিংয়ের পর তিনি ছবি থেকে সরে দাঁড়ান। মুন্নার একটি বক্তব্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।