জোয়া চরিত্রর জন্য সারা আলী খানের কথা ভেবে কেন তাকে বাদ দিয়েছিলেন পরিচালক? কিভাবে ভাগ্যের শিকে ছিঁড়ল তৃপ্তির?

রণবীর কপূর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’-এর জোয়া চরিত্রটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি। কিন্তু গুঞ্জন রয়েছে, এই চরিত্রের জন্য প্রথমে অডিশন দিয়েছিলেন সারা আলি খান। কিন্তু শেষমেশ চরিত্রটি পেয়ে যান তৃপ্তি।
এই গুঞ্জনের সত্যতা নিয়ে বেশ জল্পনা চলছে। কেউ কেউ বলছেন, সারা সত্যিই অডিশন দিয়েছিলেন, কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার মনে হয়েছিল রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবেন না তিনি। তাই চরিত্রটি দেওয়া হয়নি।
সারার অনুরাগীদের দাবি সারার অনুরাগীরা বলছেন, সারা একজন প্রতিভাবান অভিনেত্রী। তিনি যেকোনো চরিত্রে নিজেকে মেলে ধরতে পারেন। তাই পরিচালক যেহেতু সারাকে নাকি অডিশনে না দিয়েছেন, তা নিয়ে তাঁরা সন্দিহান।
তৃপ্তির চরিত্রের মেয়াদ নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, ছবিতে তৃপ্তির চরিত্রের মেয়াদ খুবই কম। তাই সারা এমন একটি ছবিতে কাজ করতে চাননি।কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা বলছেন, ছবিতে তৃপ্তির চরিত্রটি গুরুত্বপূর্ণ। তিনি এই চরিত্রটি দিয়েছেন কারণ, এই চরিত্রের মাধ্যমে তৃপ্তির অভিনয় দর্শকদের দেখাতে চেয়েছেন।
সারা আলি খান কি সত্যিই ‘অ্যানিম্যাল’-এর জোয়া চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন? নাকি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার মনে হয়েছিল সারা এই চরিত্রে মানানসই নন? নাকি সারা ছবিতে তৃপ্তির চরিত্রের মেয়াদ নিয়ে সন্তুষ্ট ছিলেন না?