বিনোদন

জগদ্ধাত্রীতে টানটান উত্তেজনা, রাজনাথের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে এবার টানটান উত্তেজনা। কৌশিকী মুখার্জির গুলি রহস্যের সমাধান করতে গিয়ে গল্পে এল নতুন মোড়। সবার সামনে ধরা পড়লেন রাজনাথ মুখার্জি।

পূর্ববর্তী পর্বে দেখা গিয়েছিল যে, জগদ্ধাত্রীকে মারার জন্য শত্রুপক্ষ গুলি চালায়। কিন্তু সেই গুলি এসে লাগে কৌশিকী মুখার্জির গায়ে। আহত কৌশিকীকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু আড়াল থেকে রহস্য উদঘাটনে নামেন।

হাসপাতালে কৌশিকী জগদ্ধাত্রীকে সব সত্যি বলে দেয়। সে জানায় যে, দিব্যা সেন রিসর্টে এসেছিল এবং তার গাড়ির নম্বর সে দেখেছে। সে দিব্যা সেনের চক্রান্ত সম্পর্কেও জানে।

অন্যদিকে, সাধুদা রাজনাথ মুখার্জিকে ফোন করে জানান যে, কৌশিকীকে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল, সেই বন্দুকটি পাওয়া গিয়েছে। আর সেই বন্দুকটি রাজনাথ মুখার্জিরই।

রাজনাথ আগেই নিজের বন্দুক হারানোর অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন। সাধুদা তাকে জিজ্ঞেস করেন যে, হারানো বন্দুক দিয়ে গুলি করা হল কীভাবে? তিনি রাজনাথকে সন্দেহ করেন এবং তাকে বলেন যে, হয়তো তিনি সবটা নাটক করেছিলেন।

Related Articles