বিনোদন

জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে মেহেন্দি! কী হবে এবার?

 

জিবাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।স্বয়ম্ভুর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে বাড়ির। তাকে দিয়ে সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে চাইছে। স্বয়ম্ভুর সই করতে যাবে ঠিক এই সময় রাজনাথ এসে স্বয়ম্ভুর হাত চেপে ধরে। কৌশিকী স্পষ্ট জানিয়ে দিল সকলকে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে এইভাবে সরানো যাবে না তারাও যথেষ্ট সম্মান প্রাপ্ত।

জগদ্ধাত্রীকে লিলিপুট বলছিল জগদ্ধাত্রী পা থেকে যদি খানিকটা কুপিয়ে দেয় তাহলে তার ৫ ফুট ৮ ইঞ্চি হাইট টা ঠিক রিপোর্টের সমান অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তে চলে আসবে ঠিক তখনই জগদ্ধাত্রী রেগে গিয়ে লিলিপুটকে ঠাস ঠাস করে থাপ্পর মারতে শুরু করে।

জগদ্ধাত্রী ও স্বয়ম্বর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে মেহেন্দি। জগদ্ধাত্রী আলমারিতে কিছু কার্ড রেখে দিয়েছিল মেহেন্দি আর সেই দেখেই সন্দেহ করেছে স্বয়ম্ভু।

Related Articles