চূড়ান্ত নাটকের যবনিকা পতন! গুজরাত ছেড়ে মুম্বাইয়ে পথে হার্দিক, গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন

গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলকে ঘোষণা করা হয়েছে। গত দুই বছর ধরে দলের অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। তবে এবার তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
গুজরাত টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি শুভমনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, “গত দুই বছরে শুভমনের অনেক উন্নতি হয়েছে। শুধু ক্রিকেটার হিসাবে নয়, নেতা হিসাবেও আরও পরিণত হয়েছে তিনি। ২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া ও ২০২৩ সালে রানার্স হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল শুভমনের। দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমনকে পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সামনের মরসুমে খুব ভাল খেলব।”
শুভমন গিল ২০১৮ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর থেকে তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে খেলছেন। তিনি ২০২৩ সালের আইপিএলে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন।
শুভমন গিল নতুন অধিনায়ক হিসেবে কতটা সফল হবেন, তা এখনই বলা মুশকিল। তবে তার নেতৃত্বে গুজরাত টাইটান্স আবারও আইপিএলে সাফল্য পেতে পারে বলে আশা করা হচ্ছে।