বিনোদন

কোথায় গেছে কাঁকন? অবশেষে ধরা পড়লো আসল অপরাধী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে, জগদ্ধাত্রী একের পর এক রহস্যের সমাধান করছে। এই পর্বে, জগদ্ধাত্রী দিবিয়া সেন কে ফোন করে জানায় যে তার অপরাধের জন্য তাকে ৭ দিনের মধ্যে ধরে নেওয়া হবে।

অন্যদিকে, কৌশিকী ফোন করে রাজনাথকে জানায় তার অফিসে অনিয়ম চলছে।

কৌশিকীর কাছে কাকন রয়েছে, এবং সমরেশ তাকে খুঁজতে এসেছে। কৌশিকী তার দারোয়ানকে বলে যে সমরেশকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না।

Related Articles