বিনোদন

কেমন জীবনসঙ্গী চাই সৌমিতৃষার? জানালেন অভিনেত্রী

 

‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকটি শেষ হওয়ার পর দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে অভিনয় করে বড় পর্দায়ও দারুন প্রভাব ফেলেছেন।

তবে ব্যক্তিগত জীবন, বিশেষ করে জীবনসঙ্গী সম্পর্কে স্পষ্টবাদী সৌমিতৃষা। হুট করে কারও সঙ্গে ডেটে যাওয়ার পক্ষপাতী নন তিনি।

এক সংবাদমাধ্যমকে সৌমিতৃষা বলেছেন, “আগে আমি বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না।”

মানুষটাকে প্রাথমিকভাবে যাচাই করে নেন অভিনেত্রী। তারপর এগিয়ে যান সম্পর্কের দিকে। হালফিলের ক্যাজ়ুয়াল প্রেম, মেলামেশা করতে তিনি এক্কেবারেই পছন্দ করেন না। এবং বিষয়টিকে প্রশ্রয়ও দেন না। সৌমিতৃষা আরও একটি কথা বলেছেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না।”

Related Articles