কুৎসা রটাতে সবাই ভালোবাসে! সোশ্যাল মিডিয়ার একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করলেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং তারকা দম্পতি তিয়াশা রায় এবং সোহেল চৌধুরীর প্রেম গুজব সম্প্রতি বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই গুজব নিয়ে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন।
সৌমিতৃষা বলেন, “আমি ভীষণভাবে পরিবার কেন্দ্রীক একজন মানুষ। কোনও পার্টি বা অনুষ্ঠানে আমাকে খুব একটা দেখা যায় না। কিন্তু, কিছু বন্ধুবান্ধবের জন্মদিনে তো যাওয়াটা স্বাভাবিক। লোকে কী ভাবল সেটার জন্য কোনও সম্পর্ক কখনই নষ্ট হতে পারে না। আজকের দিনে প্রত্যেকেই বন্ধুদের জন্মদিনে কেক নিয়ে যায়। জন্মদিনে এনজয় করে। আমিও সেটাই করেছি।”
সৌমিতৃষা আরও বলেন, “সোহেল এবং তিয়াশা দুজনেই সম্পর্কে রয়েছেন। এর মাঝে এই রকম রটনা মোটেই কাম্য নয়।”
সৌমিতৃষা জানান, এর আগেও তার নাম অনেকের সঙ্গে জড়ানো হয়েছে। সেই ভুল ধারণাগুলো ভাঙতে অনেকখানি সময় লেগেছে।