বিনোদন

কবে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর হুব্বা? সামনে এলো বড় তথ্য!

 

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা ব্রাত্য বসুর নতুন ছবি ‘হুব্বা’র মুক্তি পিছিয়ে গেল। বছর শেষে বলিউডের একের পর বিগ বাজেটের ছবির মুক্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাত্য বসু মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানান, গত বছরও ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘হুব্বা’র। কিন্তু এবারের ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের ‘সালার’ ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিগুলোর সঙ্গে লড়াইয়ে না গিয়ে ‘হুব্বা’র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘হুব্বা’ ছবিটি হুগলি জেলার এক কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশী অভিনেতা মোশাররফ করিম। এছাড়া ব্রাত্য বসু নিজেও অভিনয় করেছেন। ছবির নির্মাতা জানান, ছবিটিতে থ্রিলার ও কমেডি মিলিয়ে একটি নতুন ধরনের গল্প বলা হয়েছে। কলকাতার আশপাশের দমদম, রাজারহাট এবং হুগলির বিভিন্ন জায়গায় ছবির শুটিং হয়েছে। নতুন মুক্তির তারিখ অনুযায়ী, ‘হুব্বা’ আগামী ১৯ জানুয়ারি ২০২৪ সালে মুক্তি পাবে।

Related Articles