এবার রাজনাথকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত জগদ্ধাত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর আজকের পর্বে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী কৌশিকীর নিরাপত্তায় কঠোর নজরদারি রাখছে। কিন্তু হঠাৎ করেই করিডোরে কেউ একজন জগদ্ধাত্রী নাম ধরে ডাকে। জগদ্ধাত্রী ভাবতে থাকে যে, তাহলে কি রাজনাথ জানতে পেরেছে যে সে বেঁচে আছে?
এরপর জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে এসে তাকে জানায় যে, কৌশিকির বারে বারে মনে হচ্ছে যে তার ওপর আবারো হামলা হতে চলেছে। জগদ্ধাত্রী এ কথা শোনার পরেই স্বয়ম্ভকে সতর্ক করে দেয় যে, কেউ যেন কৌশিকির উপরে হামলা করতে না পারে।
জগদ্ধাত্রী এখনও গা ঢাকা দিয়ে আছে। কেউ জানতে পারছে না যে সে বেঁচে রয়েছে। এর মধ্যে থেকেই সে কৌশিকীর ওপর হামলার তদন্ত চালাচ্ছে। তদন্ত করতে গিয়েই এবারে উঠে এলো উৎসবের নাম।
জগদ্ধাত্রী জানতে পারে যে, কৌশিকীর ওপর হামলার আগে উৎসবের দিনই তাকে হুমকি দেওয়া হয়েছিল। উৎসবের দিনই কৌশিকীর গাড়ি ধাক্কা খাওয়ার ঘটনা ঘটেছিল। জগদ্ধাত্রী মনে করছে যে, উৎসবের সাথে এই হামলার কোনো না কোনো যোগসূত্র আছে।