বিনোদন
এবার থেকে প্রতিদিন এক ঘন্টার এপিসোড দেখানো হবে মিঠাইতে, জানতে পেরে আনন্দিত দর্শকরা!

অবশেষে অবসান হল প্রতীক্ষার। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু মিঠাইয়ের মাধ্যমে লাইমলাইনে এসেছিলেন। তিনি মাত্র দু’বছর ধারাবাহিকের কাজ করে অনেক ভক্ত সংখ্যা বাড়িয়ে নিয়েছেন। এবারে তিনি বড় পর্দায় অর্থাৎ দেবের প্রধানের নায়িকা হতে চলেছেন।
তবে এত কিছুর পরেও যেন দর্শক সিড এবং মিঠাই জুটিকে কিছুতেই বলতে পারছে না তাই দর্শকদের কথা মাথায় রেখে চ্যানেল কর্তৃপক্ষ আবারও নিয়ে এলো জি বাংলার পর্দায় মিঠাই ধারাবাহিক। আগামীকাল থেকে চোখ রাখুন জি বাংলার পর্দায়।
সমস্ত অনুরাগীদের কথা মাথায় রেখেছি বাংলা কর্তৃপক্ষ নিয়ে এসেছে মিঠাই ধারাবাহিক। জি বাংলার পর্দায় সোম থেকে রবি ঠিক দুপুর বারোটা ত্রিশ থেকে একটা ত্রিশ অব্দি।