বিনোদন

একাধিক ভুয়ো প্রোফাইল খোলা হচ্ছে সৌমিতৃষার নামে, সকলকে সতর্ক করে দিলেন অভিনেত্রী!

 

মিঠাই সিরিয়ালের মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। তিনি বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তাঁর নামে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। এই প্রোফাইলে তাঁর ছবি এবং নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে।

এই ভুয়া প্রোফাইল সম্পর্কে সতর্ক করে সৌমিতৃষা নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি বলেন, “আমার নামে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে। এই প্রোফাইলে আমার ছবি এবং নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে।

এই প্রোফাইলটি আমার নয়। আমি এই প্রোফাইলে যুক্ত নই। তাই অনুরোধ থাকবে, এই প্রোফাইলটিকে ব্লক করে দিন।”

সৌমিতৃষা জানান, তিনি এই ভুয়া প্রোফাইল সম্পর্কে জানতে পেরে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ এই প্রোফাইলটি সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

Related Articles