বিনোদন

এই বছরেই মুক্তি পেতে চলেছে খাদান, তবে শুটিং কবে থেকে শুরু হচ্ছে?

 

২০২৪ সালের প্রথম দিনেই নিজের নতুন ছবির নাম২ ঘোষণা করেছিলেন দেব। ছবির নাম ‘খাদান’। এই ছবির শুটিং শুরু হবে আগামী মার্চ-এপ্রিল নাগাদ। এর মধ্যেই ছবির জন্য লোকেশন খুঁজতে মঙ্গলবার আসানসোলে পৌঁছলেন দেব।

‘খাদান’ ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চলের সমাজজীবন এবং রাজনীতি। তাই এই ছবির শুটিং খনি অঞ্চলেই হতে পারে বলে মনে করা হচ্ছে। দেব নিজেই লোকেশন দেখতে এসেছেন।

মঙ্গলবার আসানসোলে হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজার এবং কালো রোদচশমায় নজর কাড়লেন দেব। তিনি খাদান এলাকায় ঘুরে দেখেছেন। এছাড়াও, রেলের এলাকায়ও ঘুরে দেখেছেন।

গত কয়েক বছরে দেব নতুন নতুন অবতারে হাজির হয়েছেন। গত বছর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে তিনি সত্যান্বেষীর ভূমিকায় দর্শককে চমকে দিয়েছিলেন। তার পর ‘বাঘা যতীন’। বছরশেষে মুক্তি পায় ‘প্রধান’। এই ছবিও বক্স অফিসে ব্লকবাস্টার।

Related Articles