বিনোদন
এই বছরই বিয়ে করতে চান রুদ্রনীল, পাত্রী কে জানেন?

টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বরাবরই ছিল। বিগত ১০ বছর ধরে একই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, “বিয়ে করবো।” তবে এবার সেই কথার সঙ্গে একটা সময়সীমা জুড়ে দিলেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ জানান, ২০২৪ সালেই তিনি বিয়ে করবেন। তার আগে পাত্রী খুঁজে বের করতে হবে।
রুদ্রনীলের ভাষায়, “পরমব্রত বিয়ে করে নিল। আমি, পরম, রাজ কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে। আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিল এখন আমি দলছুট। তাই এবার বিয়েটা করেই ফেলব।”
পাত্রী কে হবেন তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি রুদ্রনীল। তিনি জানান, পাত্রীর খোঁজ চলছে।