বিনোদন

ঈশিতাকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ফুলকি!

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে এবার নতুন মোড়। ফুলকি বক্সিং ম্যাচে জিতলেও রোহিত তার সাথে কথা বলছে না। ফুলকি বেশ কষ্ট পেয়েছে।

বক্সিং ম্যাচে ফুলকির বিপদ হলে রোহিত তাকে হাসপাতালে নিয়ে যায়। ফুলকি রোহিতের প্রতি রাগ করে বাড়ি থেকে চলে যায়। রোহিত তাকে ফিরিয়ে আনতে বাপের বাড়িতে যায়।

ঈশিতা রোহিতের কাছে জানতে চায়, সে এত কিছু যে করছে শালিনী জানে কিনা? ঈশিতার প্রশ্নে রোহিত চমকে যায়।

Related Articles