আসল অপরাধীকে ধরতে নতুন পন্থা অবলম্বন করতে চলেছে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নতুন মোড় এসেছে। উৎসব এবং মেহেন্দির অপমানের পর জগদ্ধাত্রী নিজেকে একা মনে করছে। সে বুঝতে পারছে, উৎসব এবং মেহেন্দি কখনই তাকে মেনে নেবে না।
এদিকে, দিবিয়া সেনকে গ্রেপ্তারের পর সে কৌশিকীর কাছে উৎসবের দোষ স্বীকার করে। সে জানায়, উৎসবই চাইত কৌশিকীর সিংহাসন দখল করতে। সেজন্য সে কৌশিকীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছিল।
এই খবর শুনে কৌশিকী খুবই হতাশ হয়। সে বুঝতে পারে, তার ভাইয়ের আসল উদ্দেশ্য কী ছিল।
এদিকে, দেবু তার স্ত্রী প্রীতিকে জানায় সে আর ঘর জামাই হয়ে থাকতে চায় না। সে নিজের একটা ব্যবসা করতে চায়। কিন্তু প্রীতি তাকে বাধা দেয়।
ঠিক তখনই কাঁকন এসে দেবুকে ভিক্ষার বাটি দিয়ে দেয়। দেবু বাটিটা ফেলে দেয়। কাঁকন দেবুর পায়ে বাটিটা ছুড়ে মারে।
কাঁকন জানায়, দেবুই তার অপহরণের পিছনে। দেবু কাঁকনকে ভয় দেখিয়ে টাকা নিতে চায়।