আশা করি স্ক্রিনে দেবের সঙ্গে আমার জুটি দর্শকের পছন্দ হবে, জানালেন সোহম!

গত সোমবার প্রকাশ্যে এসেছে দেব এবং সোহম চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘প্রধান’-এর ট্রেলার। এই ছবিতে দেব এবং সোহম দুজনেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারে দেখা যাচ্ছে, ছবিটিতে একটি জটিল খুনের রহস্যের সমাধানের চেষ্টা করবেন এই দুই পুলিশ অফিসার।
ট্রেলার প্রকাশের পর দেব এবং সোহম দুজনেই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। সোহম বলেন, “আমি মনে করি, ‘প্রধান’ একটি দুর্দান্ত ছবি হবে। ছবির গল্প এবং চরিত্রগুলি খুবই আকর্ষণীয়। আমি এবং দেব দুজনেই এই ছবির জন্য খুব কঠোর পরিশ্রম করেছি। আশা করি, দর্শকদের ছবিটি পছন্দ হবে।”
দেব বলেন, “‘প্রধান’ একটি অ্যাকশন-থ্রিলার ছবি। ছবিটিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। আমি এবং সোহম দুজনেই এই ছবিতে অ্যাকশন দৃশ্যগুলি নিজেই করেছি। ছবিটিতে আমাদের অভিনয়ও খুব ভালো হয়েছে। আমি আশা করি, দর্শকদের ছবিটি পছন্দ হবে।”
দেব এবং সোহমের বন্ধুত্ব দীর্ঘদিনের। এই ছবির মাধ্যমে তারা আবারও একসঙ্গে কাজ করছেন। সোহম বলেন, “দেব এবং আমার বন্ধুত্ব খুবই মজবুত। আমরা একে অপরের মনের কথা বুঝতে পারি। এই ছবিতে আমরা একসঙ্গে কাজ করে খুব মজা করেছি। আশা করি, দর্শকদের আমাদের বন্ধুত্ব পছন্দ হবে।”