বিনোদন

অ্যানিম্যাল-এর ফাইনাল কাট দেখে সেটেই কেঁদে ফেলেছিলেন ববি!

 

বলিউড অভিনেতা ববি দেওল সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্য শুট করার সময় শিউরে উঠেছিলেন। ছবিতে ববি একজন খলচরিত্রে অভিনয় করেছেন। সেই দৃশ্যে ববিকে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর রাগ ও দুঃখের মিশ্র আবেগে ভেঙে পড়তে দেখা যায়।

ববি বলেন, “ওই দৃশ্যে আমার চরিত্রটি তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে মুহূর্তের মধ্যেই রাগে ফেটে পড়ে। কিন্তু তারপরেই সে বুঝতে পারে যে তার ভাইয়ের মৃত্যুতে সে কতটা দুঃখিত। সেই দুঃখে সে অঝোরে কাঁদতে শুরু করে। আমি নিজেও একজন ভাই। তাই ভাইয়ের মৃত্যুর মতো শোকের কথা ভাবতে গিয়ে আমি সত্যিই শিউরে উঠেছিলাম। সেই অনুভূতি আমি অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। আমি মনে করি, দর্শক সেই দৃশ্যে আমার অভিনয়ের মাধ্যমে আমার আবেগ অনুভব করতে পেরেছেন।”

‘অ্যানিম্যাল’-এ ববির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তবে ছবিটি ও সেই দৃশ্য ঘিরে সমালোচনাও হয়েছে। ববি বলেন, “যারা সমালোচনা করছেন, তারা আমার অভিনয় বুঝতে পারেননি। আমি ওই চরিত্রটিকে আমার মতো করে ফুটিয়ে তুলেছি। আমি মনে করি, সেটাই ভালো অভিনয়।”

Related Articles