বিনোদন

অ্যাকশন থেকে ডার্ক কমেডি, নতুন বছরে দর্শকদের হলে ফেরাতে আসছে হুব্বা!

 

বিখ্যাত পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি হুব্বা। এই ছবিতে কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনকাহিনী তুলে ধরা হবে। ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে এবং তা দেখেই স্পষ্ট যে ছবিটি মারকাটারি অ্যাকশনে ভরপুর হবে।

হুব্বা শ্যামল হুগলি জেলায় নব্বইয়ের দশকের শেষভাগে গ্যাংস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ড্রাগ পাচারসহ নানা মামলা চলেছিল। কয়েকবার গ্রেফতার হলেও জামিন পেয়ে বেরিয়ে আসতেন তিনি।

২০০৫ সালে সল্টলেক থেকে পুলিশের হাতে গ্রেফতার হন হুব্বা শ্যামল। সেই রোমহর্ষক ঘটনার সংবাদ আজও অনেক মানুষের মনে আছে। একসময় বহুদিন নিখোঁজ ছিলেন তিনি, শেষ পর্যন্ত ২০১২ সালে বৈদ্যবাটির খালে তার মৃতদেহ পাওয়া যায়।

হুব্বা ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ব্রাত্য বসু ও সুপ্রতিম সরকার। ছবির কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন দেব, শ্রেয়া ঘোষাল, রুনা লায়লা, অরিজিৎ সিং, ঐশী সেন, দেবযানী মজুমদার প্রমুখ।

Related Articles