বিনোদন
অসাধারণ অভিনয়ের পাশাপাশি গান গাওয়াতেও তিনি পারদর্শী! ভাইরাল হল সৌমিতৃষার ভিডিও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি, তিনি একটি লফ্ট শোতে গান গেয়ে সকলের মন জয় করে নিলেন।
লফ্ট শোতে সৌমিতৃষা একটি গোলাপি শাড়ি পরে হাজির হন। তিনি দর্শকদের সাথে কথা বলেন, মিঠাইয়ের নানান মজার ঘটনা শেয়ার করেন। এরপর, তিনি কলকাতার রসগোল্লা গানটি গেয়ে শোনান।
সৌমিতৃষার সুন্দর কণ্ঠে মুগ্ধ হয়ে পড়েন সবাই। তার গানের প্রশংসা করেন অনেকেই। কেউ কেউ বলেন, সৌমিতৃষা শুধু একজন ভালো অভিনেত্রী নয়, তিনি একজন ভালো গায়িকাও।
সৌমিতৃষার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে তার জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।