অবসর পেলেই পাহাড়ে ছুটে যাই, সোশ্যাল মিডিয়ায় জানালেন সৌমিতৃষা

মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী সৌমিতৃষা সেন এখন ব্যস্ত তার নতুন ছবি “পাগলা ঠাকুর” এর প্রচারণায়। এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই আরও কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু প্রথম ছবি মুক্তির আগে অন্য কোন ছবির কথা তিনি শেয়ার করতে চান না।
তবে এত ব্যস্ততার মধ্যেও তিনি কিছুটা সময় বের করে ছুটি কাটাতে গিয়েছেন। তিনি দার্জিলিং গিয়েছেন এবং সেখানে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেছেন। তিনি তার ছুটির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সৌমিতৃষা বলেন, “আমি পাহাড় খুব পছন্দ করি। দার্জিলিং আমার অনেক প্রিয় জায়গা। এবারের ছুটিটা দার্জিলিংয়ে কাটিয়ে খুব ভালো লাগছে। এখানের প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্ত করে দেয়।”
সৌমিতৃষার এই ছবিগুলো দেখে তার অনুরাগীরাও খুব খুশি হয়েছেন। তারা অভিনেত্রীকে ছুটিটা উপভোগ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।