বিনোদন

ঠাকুরপুকুর কাণ্ডে সরব যশ-নুসরত, কি বললেন তারকা দম্পতি?

Yash-Nusrat are in a tizzy over the Thakurpukur incident, what did the star couple say?

Truth Of Bengal: ঠাকুরপুকুর কাণ্ডের পর থেকেই সরগরম টলিউড। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এবার ঠাকুরপুকুর কাণ্ডের প্রতিবাদ জানালেন তারকা দম্পতি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। এদিন সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরত একটি পোস্ট শেয়ার করেছেন। এক প্রকার নিজেদের ছবির প্রচারের মধ্যে দিয়েই প্রতিবাদ জানান যশ-নুসরত। তারকা জুটির পোস্টারে লেখা, ‘মদ্যপান করে গাড়ি চালানো কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। সুস্থভাবে গাড়ি চালান এবং নিরাপদে থাকুন।’ পাশাপাশি পোস্টারে জ্বলজ্বল করছে- ‘যাঁরা মদ্যপান করে গাড়ি চালান, তাঁদের সবার সঙ্গে আড়ি’, লেখাটি।

না শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই খান্ত হননি যশ-নুসরত। তাঁদের আসন্ন ছবির ‘আড়ি’র প্রচার থেকে যশ-নুসরত মুখ ও খুলেছেন। নুসরত এই প্রসঙ্গে বলেন, “সকলের কাছে আমাদের আর্জি, তাঁরা যেন আরও দায়িত্ববান হয়ে ওঠেন। আমার আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়ে ওঠে। নিজের পাশাপশি প্রত্যেকের জীবন খুব দামি। না হলেই ‘আড়ি’।” নুসরতের সুরেই যশের মন্তব্য, “দায়িত্বশীল নাগরিকদের মতো আচরণ করুন। নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখুন। মদ্যপান করে স্টিয়ারিংয়ে হাত নয়। সাবধানে গাড়ি চালান, নইলে কিন্তু আড়ি।”

সবমিলিয়ে ঠাকুরপুকুর কাণ্ডের নিন্দা করছে গোটা টলিউড। উল্লেখ্য, শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। সেখান থেকে সাতসকালে ফেরার পথেই মদ্যপ পরিচালকের গতির বলি এক ব্যক্তি। এছাড়াও সিদ্ধান্তের গাড়ির ধাক্কায় ছ’জন জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাসকে গ্রেফতার করে পুলিশ। সোমবারই তিন দিনের জেল হেফাজত হয় তাঁকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।

Related Articles