দেরিতে হলেও ভক্তদের নিরাশ করলেন না ইয়ামি গৌতম, তা নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়াতে
Yami Gautam did not disappoint the fans even though it was late. Talk about it on social media

The Truth Of Bengal: অক্ষয় তৃতীয়ার দিন অভিনেত্রী ইয়ামি গৌতম ছেলের জন্ম দিয়েছিলেন। সেই সু খবরটি সোমবার সকালে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ইয়ামি গৌতম শেয়ার করেছিলেন তার মা হওয়ার সু খবরটি। ইয়ামি গৌতম এবং আদিত্য ধর তাঁদের ছেলের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন।
দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন বেদাভিদ। বলিউডের প্রিয় দম্পতিদের তালিকায় ইয়ামি গৌতম ও আদিত্য ধরের নাম রয়েছে। ২০ মে সকাল সকাল দম্পতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খবরটি শেয়ার করেন। এবং বলেন মে মাসের অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ দিনে এই পৃথিবীতে আগমন করেন বেদাভিদ। পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, ‘We would like to express our heartfelt gratitude to the exceptionally dedicated and wonderful medical professionals at Surya Hospital, especially Dr. Bhupender Awasthi and Dr. Ranjana Dhanu, whose expertise and tireless efforts made this joyous occasion possible.’ ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছে তারকা দম্পতি ।
এই বছরের শুরুতে তারকা দম্পতি তাঁদের প্রেগনেন্সির সু খবর দিয়েছিলেন। এবং বছরের মাঝেই সেই সুখবরটি পরিণতি পায়। অনেক শুভেচ্ছার কমেন্টে ভরে গেছে তাঁদের সোশ্যাল মিডিয়া। আপাতত খুশির এই খবরে বেদাভিদ’কে দেখার জন্য ব্যাকূল তাঁর অনুরাগীরা।