মুম্বই ছেড়ে সুদূর কাতার, মধ্যপ্রাচ্যের দেশেই কি আবার সংসার পাতবেন সইফ-করিনা?
Will Saif and Kareena leave Mumbai and start a family again in a distant Middle Eastern country, Qatar?

Truth Of Bengal: চলতি বছরের শুরুটা একদমই ভাল হয়নি বলিউডের নবাব সইফ আলি খানের। বছরের শুরুতে মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় সইফকে। সেই প্রাণঘাতী হামলাতে গুরুতর জখম হয়েছিলেন সইফ আলি খান।
অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার পর থেকেই সইফের বাড়িতে কড়াকড়ি হয়েছিল নিরাপত্তা। কিন্তু তাতেও স্বস্তি নেই সইফ-করিনার মনে। এ বার নাকি একেবারে দেশ ছেড়ে অন্যত্র সংসার পাততে চলেছেন দম্পতি! শোনা যাচ্ছে, কাতারের রাজধানী দোহায় বসবাস করবেন তাঁরা! যদিও এই বিষয়ে এখনো তারকা দম্পতি কেউই কিছু বলেননি।
জানা গিয়েছে, দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, “এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল। যাতে জায়গাটা নিরাপদ হয়। ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে।
একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছিল। এবং থাকার জন্য খুবই ভাল। ওখানকার খাওয়া-দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চিন্তি রয়েছে।” আর সইফের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই মনে করা হচ্ছে, সুদূর কাতারেই নতুন করে সংসার পাততে চলেছেন সইফ-করিনা।