বিনোদন

একি! শো এর পর চোখে জল কেন ‘বেবি’ সিঙ্গারের! কেন কাঁদছেন জাস্টিন?

The Truth Of Bengal: প্রতিবার তাঁর সম্পর্কের ভাঙন অথবা প্রাক্তনকে নিয়ে নানান জল্পনার শীর্ষে থাকেন ‘বেবি’ গানের গায়ক। সম্প্রতি তাঁকে ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল যেখানে প্রথম ছয় নম্বর ছবির পরেই দেখা যাচ্ছে গায়কে কাঁদতে। যার থেকে রীতিমত জল্পনা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এদিনের পোস্টের পর তাঁকে তাঁর অনুরাগীদের চোখে জলের কারণ সম্পর্কে জিজ্ঞেস করতে দেখা গিয়েছিল।

যদিও শো’এর ছবি গুলিতে তাঁকে যথেষ্ট ভালোভাবেই গান শোনাতে দেখা গিয়েছিল, ‘বিবার স্টাইলে’ই। তবেকি মনের মতো হয়নি শো? নাকি দুর্দান্ত একটা শো’এর পর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি? কিংবা এও হতে পারে যে, আর পাঁচ জন স্বাভাবিক মানুষের মতোই তাঁরও শুধুমাত্র একটা খারাপ দিন ছিল ওটা! কিছুই উত্তর দেননি জাস্টিন। তবে হেইলি বিবার এর কমেন্টে কিছুটা বিপাকে পরেছেন নেটিজেনরা। তিনি জাস্টিনের দেওয়া ছবিতে তাঁকে “কাঁদলে সুন্দর লাগে” বলেই কমেন্ট করেছেন!

যদিও জাস্টিনের বিবাহ বিচ্ছেদ নিয়ে বহু জল্পনা আগে শোনা গিয়েছিল। তবে পরক্ষণেই তাদের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল এগুলো একেবারেই সত্যি নয়। বরং এরপর তাঁরা তাঁদের সম্পর্ককে সকলের সম্মুখে নিয়ে আসেন তাছাড়াও একেবারেই অপরের প্রতি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাইরাল হয় সেইসময় সোশ্যাল মিডিয়ায়।

Related Articles