কেন জিতু ভাইয়ার সঙ্গে কথা বলেননা রিঙ্কি? সত্যি সকলের সামনে আসতেই হৈচৈ অন্তরজালে
Why doesn't Rinki talk to Jitu's brother? In fact, there was a commotion in front of everyone

The Truth Of Bengal : ‘পঞ্চায়াত সিজন ৩’ রিলিজ করার পর বর্তমানে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন পরিচালক দীপক কুমার মিশ্র। সেখানেই জিতু ভাইয়া এবং সানভিকার চরিত্রে মুগ্ধ হয়েছেন সকলেই। তাদের মধ্যেকার রসায়ন জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। অন্তরজালে ছড়িয়ে রয়েছে তাদের হাজারো মুহুর্তের দৃশ্য। এবং তাদের মধ্যেকার এই মুহুর্ত গুলির জন্যই কোথাও গিয়ে সিরিজটিকে আরও বেশি সাফল্য এনে দেয়। তবে রিল লাইফ থেকে রিয়াল লাইফের দুজনের মধ্যেকার সমর্কগুলি নিয়ে এবার প্রকাশ্যে কথা বললেন জিতু ভাইয়ার রিঙ্কি।
এদিনে সানভিকার দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় কো-স্টার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, অন্যান্য কো-স্টারদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক হলেও যেহুতু সিরিজে জিতুভাইয়ার সঙ্গে বেশি সময় কাটিয়েছেন তাই অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আরও বেশি ভালো হয়ে উঠেছে। তিনি আরও বলেন তারা একে অপরের সাথে খুব বেশি কথা বলেন না কারণ জিতেন্দ্র খুব লাজুক। তাঁরা শুটিং চলাকালীন প্রথমে দৃশ্যগুলিকে অনুশীলন করে তারপর স্ক্রিপ্ট গুলিকে অনুশীলন করে নেওয়ার পর পারফর্ম করতেন। এবং রিঙ্কি কথা বললেই তবে সাড়া দিতেন অভিনেতা।
দীপক কুমার মিশ্র দ্বারা পরিচালিত সিরিজে, ফুলেরার গল্প নিয়েই পঞ্চায়েত। এটি মূলত একটি কমেডি ড্রামা যেখানে অভিষেক ত্রিপাঠী নামে একজন ইঞ্জিনিয়ারিং স্নাতক শহর ছেড়ে একটি ছোট্ট গ্রামে এসেছেন সরকারি চাকরি করবার জন্য। সিরিজটিতে জিতেন্দ্র ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রয়, ফয়সাল মালিক ছাড়াও আরও অনেকেই। এবং সূত্রের খবর সিরিজের প্রথম তিনটি সিজন সফল হওয়ায় পর নির্মাতারা ইতিমধ্যেই ৪ এবং ৫ নম্বর সিজনের পরিকল্পনাও করেছেন।