বিনোদন
জন্মদিনের দিন কোথায় কাটান দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজা ?
Where did South superstar Ramcharan Teja spend his birthday?

The Truth Of Bengal: তিরুপতিতে পুজো দিয়ে নিজের ৩৯তম জন্মদিন উদযাপন করলেন দক্ষিণি সুপারস্টার রামচরণ তেজা ৷ আর এই বিশেষ দিনে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি , মেয়ে ক্লিন কারা কোনিদেলা এবং শাশুড়ী মা শোবানা কামিনেনি। ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে আজ জন্মদিন উদযাপন শুরু করেন রামচরণ । তিরুপতি মন্দিরে তাঁর ও তাঁর পরিবারের একটি ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ।
[ আরও পড়ুন ঃ
Lok Sabha Election 2024: মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের সুভারম্ভ করলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী
]
সেখানে দেখা যাচ্ছে পুজো দেওয়ার সময় অভিনেতার পরনে ছিল সিল্কের কুর্তা এবং ধুতি। এরপর মন্দির থেকে বেরনোর সময় ক্যামেরার সামনে পোজও দেন রামচরণ ও তাঁর পরিবারের সদস্যরা। পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে তাঁদের ঘিরে ধরেন অভিনেতার অসংখ্য ভক্তরা ৷