বিনোদন
কবে আসছে করণের স্বপ্নের ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’? ছবির মুখ্য ভূমিকায় কারা রয়েছেন? জেনে নিন
When is Karan's dream film Mr. and Mrs. Mahi coming? who are the lead roles in the film? find out

The Truth Of Bengal : আগামি মে মাসে মুক্তি পাবে করণ জোহরের মিস্টার অ্যান্ড মিসেস মাহি। সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন খোদ প্রযোজক করণ। ‘কিছু সিনেমা গল্পের থেকে বেশি।’ মিস্টার অ্যান্ড মিসেস মাহির মুক্তির দিন ঘোষণা করতে গিয়ে এমনই আবেগতাড়িত হয়ে পড়েন করণ।
এই ছবিতে দ্বিতীয় বারের জন্য জুটি বেঁধেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। একটি স্বপ্নপূরণ ও সেই স্বপ্নপূরণের পথে যাবতীয় বাধার গল্প উঠে আসবে করণের এই নতুন ছবিতে। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ছবির ফার্স্টলুক। আর ৩১ মে বড়পর্দায় ধরা দেবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি।