বিনোদন

কি হয়েছিল সেই রাতে? রোমহর্ষক অভিজ্ঞতা ভাগ করলেন সইফ-পত্নী

What happened that night? Saif and his wife shared their thrilling experience

Truth Of Bengal: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ২ দিন পেরিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ভয়ানক দুষ্কৃতী হামলার শিকার হন। ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় সইফকে। এরপর আর দেরি না করে অটোতে করেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সইফ-করিনার বাড়ির সিসিটিভি ফুটেজ। যাতে দেখা মিলেছে হামলাকারীর। ইতিমধ্যেই হামলাকারীর সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি। কিন্তু এখনো অধরা ওই দুষ্কৃতী। সেই রাতে কি হয়েছিল? শুক্রবার সন্ধেয় বাড়িতেই বেবোর বয়ান রেকর্ড করে বান্দ্রা পুলিশ তখনই সেই রোমহর্ষক অভিজ্ঞতা ভাগ করে নেন সইফ-পত্নী।

করিনা জানান, “হামলাকারী মারাত্মক হিংস্র। নিজে চোখে দেখলাম, সইফের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়িভাবে একের পর এক কোপ মেরে যাচ্ছে সে। তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল সইফকে যত দ্রুত সম্ভবত হাসপাতালে নিয়ে যাওয়া। জেহ তখন ভয়ে থরথর করে কাঁপছে। সইফ দুই সন্তান তৈমুর আর জেহকে বাঁচাতে ঝাঁপিয়ে গিয়েছিল।

ওই আক্রমণকারী যখন জেহ অবধি পৌঁছতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার রাগে সইফের উপর এলোপাথারিভাবে ছুরি চালিয়ে দেয়।” অভিনেত্রী আরও বলেন, “হামলার পরই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী। তবে সইফ সজাগ হওয়ায় আমাদের বাড়ি থেকে কোনও বহুমূল্য জিনিস খোয়া যায়নি। আমার এই অবস্থা দেখে করিশ্মাই আমাকে ওঁর বাড়িতে নিয়ে যায়।” চোখের সামনে স্বামীর উপর এমন প্রাণঘাতী হামলা দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন করিনা। তবে কেনো মতে নিজেকে শক্ত রয়েছেন করিনা। এখন সইফ ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুক বলিউডের নবাব সেটাই চাইছেন অনুরাগীরা।

Related Articles