মালাইকা- অর্জুনের সম্পর্কের বিচ্ছেদ সম্পর্কে একি বললেন অভিনেত্রীর ম্যানেজার? শুনে অবাক সকলে…
What did the actress' manager say about the breakup of Malaika-Arjun's relationship? Everyone is surprised to hear...

The Truth Of Bengal : বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছে মালাইকা- অর্জুনের বিচ্ছেদের খবর। এবার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে সামনে এল নতুন তথ্য। এই প্রসঙ্গে মালাইকা ও অর্জুন কিছু না জানালেও মুখ খুললেন মালাইকার ম্যানেজার। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মালাইকার ম্যানেজার ওই যুগলের সম্পর্কের বিচ্ছেদ সম্পর্কে জানান, “না না । সবটাই গুঞ্জন। ওঁদের মধ্যে ভালবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। ওঁরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওঁরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন”।
প্রসঙ্গত, ২০১৮ সালে মালাইকা ও অর্জুনের প্রেমের পথ চলা শুরু হয়। তারপর তারা যে সত্যি সম্পর্কে আছেন সেই বিষয়ে ঘোষণা করেন বলিউডের এই জুটি। এরপর থেকে নানান ঘনিষ্ঠ মুহূর্তে দেখা মিলেছে তাঁদের দুজনের। যত দিন যাচ্ছিল ততই যেন তাঁদের মধ্যেকার রসায়ন যেন দিন দিন বাড়তেই চলছিল। তবে এই সবকিছুর মধ্যেও বারবার উঠেছিল বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু সেই সময় অর্জুন নিজেই এই গুঞ্জনের বিরোধিতা করে জানিয়েছিল, “এই সমস্ত কথা হল সম্পূর্ণ ভিত্তিহীন”।
একদিকে মালাইকার ম্যানেরজারের ইতিবাচক বক্তব্য অন্যদিকে অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট সব মিলিয়ে একেবারে ট্রেন্ডিং এ চলছে। শনিবার সকালে তিনি লেখেন, “আমাদের জীবনে দু’টি উপায় আছে। হয় আমরা অতীতের হাতে বন্দি হয়ে থাকব, নয়তো ভবিষ্যতের সম্ভাবনাকে সাদরে গ্রহণ করব”। তবে এই পোস্ট যে বিচ্ছেদের তা কিন্তু এখনও স্পষ্ট নয়।