বিনোদন
Trending

কবে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশনের স্পাই থ্রিলার?প্রকাশ্যে ‘ওয়ার টু’র রিলিজ ডেট…

'War Two' Release Date Revealed

The Truth Of Bengal: যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পাঁচটি ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। চলতি বছর দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাওয়ার পর এবার ঘোষণা কর হল সিরিজের ষষ্ঠ ছবি ওয়ার টু-র মুক্তির দিন।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স -এর পরবর্তী ছবি ওয়ার-টুর রিলিজ ডেট প্রকাশ্যে এলো। ২০২৫ সালের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে হৃত্বিক রোশনের স্পাই থ্রিলার ওয়ার টু।চলতি বছর প্রথমে পাঠান এবং দিওয়ালিতে মুক্তি পেয়েছিল টাইগার থ্রি। দুটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। টাইগার থ্রির শেষ দৃশ্যে হৃত্বিকের আগমন আগাম জানিয়ে দিয়েছিল যে আসতে চলেছে স্পাই ইউনিভার্স সিরিজের ষষ্ঠ ছবি ওয়ার টু। এবার সেটাই সত্যি হল।

সলমন খানের এক থা টাইগার দিয়ে শুরু হয় এই ফ্র‍্যাঞ্চাইজির যাত্রা। তারপর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। তার ঠিক দুই বছরের মাথায় মুক্তি পায় ওয়ার। ২০১৯ সালের এই ছবিতে নতুন স্পাই  কবীর হিসেবে আত্মপ্রকাশ ঘটান হৃতিক রোশন। তারপর ২০২৩ সালে পর পর মুক্তি পেল এই স্পাই ইউনিভার্সের দুটি ছবি। প্রথমে জানুয়ারি মাসে আসে শাহরুখ খান অভিনীত পাঠান এবং নভেম্বরে আসে সলমন খান অভিনীত টাইগার ৩।  দুটি ছবিই বক্স অফিসে ব্যবসা করে।

ওয়ার টুর মুক্তির দিন ঘোষণা করা হলেও শুটিং ও কাস্টিং নিয়ে কিছুই বলা হয়নি প্রযোজক সংস্থার পক্ষ থেকে। তবে এটুকু জানা গেছে যে এই ছবির পরিচালনার দায়িত্ব থাকতে পারেন  ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

Free Access

Related Articles