
The Truth of Bengal: দক্ষিণের জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডা ও নায়িকা রশ্মিকা মন্দনার বিয়ে নিয়ে এখন শোরগোল সোশাল মিডিয়ায়। একটি ভিডিও থেকে স্পষ্ট দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাই যেন পাকা হচ্ছে। দুই জনপ্রিয় নায়ক নায়িকার গাটছড়া বাধা নিয়ে রীতিমতো খবর ছড়িয়েছে বলিউড থেকে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
বিজয় দেবেরাকন্ডা। দক্ষিণী বিনোদন দুনিয়ার আকর্ষণীয় নায়ক। বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের কাছে যিনি হার্ট থ্রব। সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর প্রত্যেকের প্রথম পছন্দ তিনি। একাধারে বিজয় হলেন অভিনেতা, প্রযোজক মিডিয়া ব্যক্তিত্ব। অন্যদিকে রোমান্টিক নায়ক বটে। ২০১৬ সালে ‘পেল্লি চুপুলু’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেন। যা তেলেগু শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিল।
অন্যদিকে ‘পুষ্পা দা রাইজ’ সিনেমায় শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে রশ্মিকা মন্দনা ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন সকলের কাছে। পাশাপাশি বলিউডে ও পা রাখতে চলেছেন খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের বিপরীতে থাকবেন রশ্মিকা। অর্থাৎ দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডে ও তিনি রাজত্ব করতে চলেছেন। আর এর মধ্যে বিজয়া রাস্মিকার দুর্দান্ত রোমান্স নিয়ে আলোচনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। দুজনের কেমিস্ট্রি ওন স্ক্রিন এবং অফস্ক্রিন দুই জায়গাতেই সমান্তরাল। দেখা গেছে দুজনকেপ্ একসঙ্গে বেড়াতে বহু জায়গায়। এমনকি দুই তারকার মালদ্বীপ বেড়ানোর ছবিও ভাইরাল হয়েছে।
অনেকদিন ধরেই বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন দুজনে। যদিও রশ্মিকা মান্দনা বিভিন্ন সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়টি নিয়ে প্রথমে সেভাবেই মুখ খুলতে চাননি। কিন্তু একটি ভিডিও স্পষ্ট করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠতার বিষয়টি। সম্প্রতি একটি ভিডিওতে স্পষ্ট, দুই পরিবার একটি পাঁচ তারা হোটেলে খাওয়া-দাওয়া সেরেছেন এবং অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন। এবং দলে ভাগ করে বেশ কিছু সেলফি তুলতেও দেখা গেছে দুজনকে। বিজয়ের পরনে ছিল একটি ধূসর রঙের টি শার্ট, যেটা পড়ে তাকে আকর্ষণীয় লাগছে।
আর রশ্মিকা পড়েছেন ছিমছাম সাদা টপ ও জিনস। শুটিং এর বাইরে সাধারণত নায়িকা চশমায় পড়েই থাকেন। এই ভিডিও ঘুম কেড়ে নিয়েছে তারকা অনুরাগীদের। তাহলে কি বিজয় দেবেরাকণ্ডার সঙ্গে রশ্মিকা মন্দনার বিয়ে হচ্ছে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেরকমই আভাস পাওয়া যাচ্ছে এই ভিডিওতে। দুই পরিবার মুখোমুখি একসঙ্গে এক টেবিলে। খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন। দুই পরিবার মুখোমুখি একসঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া। আর তারপর থেকেই জল্পনা শেষ নেই।