
Truth of Bengal: তারকাদের প্রেম বরাবরই টক অব দ্যা টাউন। তারা কি করছেন? কোথায় যাচ্ছেন? কার সঙ্গে প্রেম করছেন সবটাই থাকে নজরে। আর যদি সেটা হয় বিজয় দেবারাকোন্ডা আর রশ্মিকা মান্দানা তাহলে তো আর কথাই নেই। বিজয়-রশ্মিকার প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে কেউই প্রকাশ্যে কখনও এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে আর না এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন খোদ বিজয়ই।
সম্প্রতি এক ছবিতে প্রচারে এসেই প্রেমের গুঞ্জন স্বীকার করলেন অভিনেতা। বিজয় এক প্রশ্নের উত্তরে বলেন, ”আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গল থাকে?”। এরপরেই দুম করে বিজয় বলে ওঠেন, ”আমি ডেটিংয়ে বিশ্বাসি নই। আমার কাছে কোনও সম্পর্কে এগোন মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরনো হলেই, আমি ভবিষ্যতটা ভাবতে পারি।” প্রেমের কথা স্বীকার করলেও তার প্রেমিকা কে কার সঙ্গে প্রেম করছেন সেটা জানাননি বিজয়। তবে সেই প্রেমিকা যে রশ্মিকাই তাতে কোন সন্দেহ নেই।
বিজয়-রশ্মিকার প্রেমের জল্পনা অনেকদিনের। কখনো তাদের একসঙ্গে ভিয়েতনাম ট্রিপ আবার কখনো দুবাইয়ের রাস্তায় একসঙ্গে সময় কাটানো। এমনকি রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। এছাড়াও সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা বার বারে জল্পনা বাড়িয়েছিল তাদের প্রেমের। উল্লেখ্য, ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। ‘গীত গোবিন্দম’,‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের জুটি ভীষণ পছন্দ হয়েছিল সকলের। এখন দেখার রিল লাইফের সেই জুটি কবে রিয়েল লাইফে জুটি বাঁধে।