বিনোদন

মঞ্জুলিকা অবতারে ফিরছেন বিদ্যা, আগামি মার্চে শুরু হবে শুটিং

Vidya Balan

The Truth of Bengal: ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২ মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করে এই ছবিটি। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ভুল ভুলাইয়া ৩। আর সেই ছবিতেই ফের মঞ্জুলিকা অবতারে ফিরছেন বিদ্যা বালন। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ভুল ভুলাইয়া ৩ এর শুটিংপর্ব। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বিদ্যা বালানের।

ভুল ভুলাইয়া ৩ ছবির হাত ধরেই দীর্ঘ ১৭ বছর পর ফের বাণিজ্যিক ছবিতে ফিরছেন অভিনেত্রী। মাঝে তাঁকে শেরনি, জলসা, শকুন্তলাদেবী, ইত্যাদি ধরনের ছবি বা সিরিজে দেখা গিয়েছিল।তবে ভুল ভুলাইয়ার এই নতুন ছবিতে তিনি আবারও মঞ্জুলিকার চরিত্রে ধরা দেবেন বলে খবর। ছবিতে ভুলভুলাইয়ার মতন এখানে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে শোনা যাবে।

ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ভুল ভুলাইয়া ৩ এর অনেকটা অংশের শুটিং কলকাতায় হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাতেও ছবিটির শুটিং হবে বলে জানা গেছে। প্রসঙ্গত ভুল ভুলাইয়া ২ ছবিতে বিদ্যার জায়গায় মঞ্জুলিকার চরিত্রে ছিলেন টাবু। বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি ভুল ভুলাইয়া ২ এরও অংশ ছিলেন। এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে ভুলভুলাইয়া ৩।

Related Articles