বিনোদন

ছাদনাতলায় পরমব্রত! বিয়ে নিয়ে চলছে বিরাট বিভ্রাট

Biye Bibhrat Movie

The Truth of Bengal: যতই বলুন, ‘প্রেমে পড়া বারণ’…! প্রেমে পড়েছেন রণজয় ভট্টাচার্য। আষাঢ়ের ধারাপাতের মতোই সেই প্রেম গান হয়ে ঝরেছে। ‘মন কেমনের জন্মদিন’ পেরিয়ে সুরকারের তীব্র অনুরাগ অরিজিৎ সিংকে ঘিরে। তারই ফসল রাজা চন্দের ‘বিয়ে বিভ্রাট’-এর সদ্য মুক্তি পাওয়া গান ‘জিয়া তুই ছাড়া’। অরিজিৎ তাঁর বহু দিনের স্বপ্ন। গায়ক তাঁর সুরে গাইবেন, গত বছর থেকে ঠিক। এক বছর পরে সেই স্বপ্ন বাস্তব। দেশের সেরা গায়কের কণ্ঠে প্রথম ধরা দিল রণজয়ের গান.

বিয়েতেই যত গন্ডগোল! বিয়ে বিভ্রাট নিয়ে তুমুল উত্তেজনা এইমুহুরতে নেটপাড়ায়।  তাই ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে রাজা চন্দের ‘বিয়ে বিভ্রাট’ সিনেমা। বিয়ের নানা জটিলতাকে মজার মোড়কে এই সিনেমায় পরিবেশন করেছেন রাজা চন্দ্র। এটি প্রযোজনা করেছে রোডশো ফিল্মস এবং শ্যাডো ফিল্মস। প্রসঙ্গত এই সিনেমায় অরিজিৎ সিংয়ের তিনটি গান রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য এবং গানগুলো লিখেছেন বারিষ।

‘বিয়ে বিভ্রাট’ এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্য।সিনেমাটি মূলত মিউজিক্যাল ড্রামা। যেখানে লহমার চরিত্রটির গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। অন্যদিকে আবিরের চরিত্রটি একজন ইনডিপেন্ডেন্ট গায়কের, যার গান ইউটিউবে মুক্তি পায়। গান শেখাতে শেখাতে পরমব্রত প্রেমে পড়ে লহমার। এদিকে লহমা আবার ভালোবাসে আবিরকে। এই তিন জীবন কোন দিকে বাঁক নেয়। কার গলায় মালা দেন মোহর। শেষ অবধি কী হবে, এই নিয়েই সিনেমার গল্প।

জিয়া তুই ছাড়া’ গানটির কথা লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আর সুরের দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য। গানের মূল শক্তি অবশ্যই প্রেম। সুন্দরভাবে ফুটে উঠেছে পরমব্রত এবং লহমার প্রেমের কাহিনি । তাঁদের কেমিস্ট্রিও এখানে বেশ চমৎকার। ছবির গল্পের দিকে তাকালে আমরা দেখা পাই চন্দ্রমৌলি হাজরা আর শাক্য সেনের কেমিষ্ট্রি। শাক্য একজন ইউটিউবার। বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে তার আলাপ মোহরের সঙ্গে। আর এই মোহর অর্থাৎ লহমাকে আবার ভালোবাসে তার গানের শিক্ষক চন্দ্রমৌলিও।

এ পর্যন্ত ছকটা চেনা চেনা মনে হলেও গল্পে রয়েছে আরও নতুন নতুন টুইস্ট। কোনদিকে এগোবে এই প্রেমের কাহিনি তার উত্তর জানতে গেলে অপেক্ষা করতে হবে 14 জুলাই পর্যন্ত । কারণ ওইদিনই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির কাহিনিকারও পরম নিজেই। তাঁর প্রযোজনা সংস্থা রোড শো ফিল্মসের হাত ধরেই আসতে চলেছে ‘বিয়ে বিভ্রাট’।

 

Related Articles