বছরভর দুই বাংলার সিরিজ, ওটিটির দুনিয়ায় কোন কোন ছবি আসছে জানুন
Two Bengali series throughout the year, know which films are coming in the world of OTT

The Truth Of Bengal : নববর্ষে নতুন চমক দিল একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই দর্শকদের মনোরঞ্জনের জন্য ১৪টি পরিচালকদের তৈরি নতুন নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে। কিছু নতুন, কিছু পুরনোর মিশেলে নতুনভাবে সেজে উঠতে চলেছে ওটিটির দুনিয়া । আর তাতেই রয়েছে চমক। কারণ একদিকে যেমন রয়েছে সুপারহিট ‘নিখোঁজ’, নষ্টনীড়, রাজনীতির মতন সিরিজের নতুন সিজন। তেমনি রয়েছে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, বিজয়ার মতন নতুন সিরিজ।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। মূলত দত্ত পরিবারের গল্পের আবর্তে তৈরি হয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। পুত্রবধূর হাতে ছোট ছেলের খুন। তারপর যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি নিশ্চিত করতে আইনজীবী অচিন্ত্য আইচের লড়াইকেই দেখানো হবে এই কোর্টরুম ড্রামায়। যেখানে জোর টক্কর হবে শাশ্বত ও ঋত্বিকের মধ্যে। ইন্দুবালা ভাতের হোটেলের পর আবার এক নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন দেবালয় ভট্টাচার্য। দেবালয়ের এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। অতীত দিনের এক অভিনেত্রীর গল্প তুলে ধরবে দেবালয়ের বোকাবাক্সতে বন্দি সিরিজটি।
পরিচালক সায়ন্তন ঘোষাল নিয়ে আসছেন বিজয়া। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও দেবদূত রাহা। বিজয়ার ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে এবং ছেলের ভূমিকায় থাকছেন দেবদূত রাহা। উচ্চশিক্ষার জন্য ছেলেকে বাইরে পাঠাবে বিজয়া। কিন্তু, আচমকা ছেলের আত্মঘাতী হওয়ার খবর পেয়ে বদলে যাবে জীবন। ন্যায় বিচারের জন্য বিজয়ার লড়াইয়ের গল্প বলবে সায়ন্তন ঘোষালের সাসপেন্স থ্রিলার বিজয়া। শৌভিক কুণ্ডুর নির্দেশনায় তৈরি হবে গুটিপোকা। যেখানে নাম-ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম ও সৌরভ চক্রবর্তী। মধ্যবিত্ত এক মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। যে স্বামীর দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত, নির্যাতিত হয়। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে জীবনের নতুন লড়াই শুরু করবেন পাওলি। শেষ পরিণীতি কী হয় সেই গল্পই চিত্রায়িত হবে গুটিপোকায়।
এবার দেখে নেওয়া যাক সিক্যোয়েলে কী কী থাকছে? সেই তালিকায় রয়েছে নিখোঁজ ২ থেকে নষ্টনীড় ২, আবার রাজনীতি, গভীর জলের মাছ ২। শুধু বাংলার পরিচালকরা নয়, নতুন সিরিজের তালিকায় রয়েছে ওপার বাংলার কিছু পরিচালক-প্রযোজকেদের গল্প-কাহিনিও। ফলে, দুই-বাংলার ওয়েব সিরিজে যে এই ওটিটি প্ল্যাটফর্ম সকলকে মনোরঞ্জনের হেভি ডোজ-এ বছরভর বিনোদনের যোগান দিয়ে যাবে তা বলা যেতেই পারে।