বিনোদন
মুক্তি পেল ‘তু কেয়া জানে’, রহমানের সুরে হৃদয় ভিজল নেটপাড়ার
'Tu Kya Jaane' released, Rahman's tune made the hearts of netizens wet

The Truth of Bengal : চলতি সপ্তাহে মুক্তি পেল অমর সিং চমকিলা সিনেমার তু কেয়া জানে গানটি। এই গানে দেখা যাবে দিলজিত ও পরিণীতিকে। চমকিলার গান শুনে লজ্জায় লাল হয়ে ওঠে পরিণীতি চোপড়া।
এই রোমান্টিক গানটির নেপথ্যে রয়েছেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান। ইরশাদ কামিলের কথায় ইয়াশিকা সিক্কার গলায় এই গানটি প্রাণময় হয়ে ওঠে। এই গানে সুন্দরভাবে কোনও ব্যক্তির প্রতি লুকানো প্রেম উঠে এসেছে। এবং গানের কথায় নায়ক-নায়িকার দুজনের লুকোনো ভালবাসার ছবিও ভেসে ওঠে। আগামি ১২ এপ্রিল ওটিটিতে আসছে এই মিউজিক্যাল স্টোরি। এখন শুধুই তার প্রতীক্ষা।