বিনোদন

 ইদের বক্স-অফিসে ট্রিপল ‘এ’-র লড়াই

Triple 'A' fight at the box-office this year

The Truth Of Bengal :  দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণের স্পোর্টস ড্রামা ‘ময়দান’। অমিত আর শর্মা পরিচালিত ‘ময়দান’ ২০২৪ সালের এপ্রিলে ইদে মুক্তি পাচ্ছে৷ সেই দিনেই আবার মুক্তি পেতে চলেছে আক্কির ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ৷ এছাড়া রয়েছে অঙ্কুশের মির্জা। ফলে বক্স-অফিসে ট্রিপল এ-র জোরদার লড়াই হতে চলেছে এবার ইদে।

চলতি বছর ইদে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের স্পোর্টস ফিল্ম ময়দান। এর আগে বিভিন্ন কারণে বারবার ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এবার ইদের মরশুমেই মুক্তি পাবে ছবিটি। সেক্ষেত্রে অক্ষয়কুমারের বড়ে মিঞা ছোটে মিঞার সঙ্গে জোর টক্কর হতে চলেছে ছবিটির।

ভারতীয় ফুটবলের কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন উঠে আসবে ময়দান বায়োপিকটিতে।  ১৯৫০ থেকে ১৯৬৩ সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে ছবিটিতে। ভারতীয় ফুটবলের সেই স্বর্ণযুগ এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অজয় দেবগণ। ২০২০-তে কলকাতার ময়দানে এই ছবির শুটিং হয়েছিল। তাই এই ছবিতে রুদ্রনীল ঘোষ, অর্মত্য রায়, আরিয়ান ভৌমিকের মত টলিউড অভিনেতারা কাজ করেছেন। কিন্তু, ছবি রিলিজের ক্ষেত্রে প্রথমে লকডাউনের কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। এমনকি গতবছর মুক্তির কথা থাকলেও শেষপর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শেষপর্যন্ত এই বছর ইদের সময় ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

সেক্ষেত্রে ময়দান-কে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত বলিউড খিলাড়িকুমার অক্ষয়। কারণ একইদিনে মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমার ও টাইগার শ্রফ অভিনীত বড়ে মিঞা ছোটে মিঞা। আলি আব্বাস জাফর পরিচালিত এই অ্যাকশন মুখর ছবিটি স্কটল্যান্ড থেকে শুরু করে লন্ডনের মতো একাধিক বিদেশি লোকেশনে শুটিং হয়েছে। ফলে আগে থেকেই এই ছবি ঘিরে একটা প্রত্যাশার পারদ চড়েছে।

এই দুটি বিগ বাজেটের ছবির সঙ্গে টক্কর দিতে ইদের বক্স অফিসে হাজির হচ্ছেন মির্জা অঙ্কুশ। কেরিয়ারে প্রথমবার প্রযোজকের আসনে বসেই এই লড়াইয়ে সামিল হচ্ছেন টলিউড সুপারস্টার অঙ্কুশ।  তবে, ১০ তারিখ নয় আগামি ১১ তারিখ মুক্তি পাবে মির্জা। খবর অনুযায়ী, শহরের ১৩০-১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে জোকার মির্জার অবতারে ধরা দেবেন অঙ্কুশ। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপ উঠে আসবে এই ছবির পরতে পরতে। অঙ্কুশ ও কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা সেন, ঋষি কৌশিকের মতো জনপ্রিয় অভিনেতাদের। ফলে, ইদের বক্স অফিস লড়াইয়ে বলিউডের এই দুই বিগ তারকার সঙ্গে টলিউডি মির্জার যে জোর লড়াই হতে চলেছে তা বলাইবাহুল্য। টলি-বলির এই বক্স অফিস যুদ্ধে সাফল্যের মুখ কে দেখবে, তা কেবল সময়ই বলবে ৷

Related Articles