বিনোদন

প্রকাশ্যে হরর কমেডি ‘দ্য ভূতনী’-র ট্রেলার

Trailer of horror comedy 'The Ghost' released

Truth Of Bengal: বলিউডে বরাবরই হিট হরর কমেডি। বিগত কয়েক বছরে একের পর এক হরর কমেডি ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছে ‘দ্য ভূতনী’। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। টানটান উত্তেজনা অ্যাকশন, কমেডি আর ভৌতিক কাণ্ডকারখানায় ভরপুর ‘দ্য ভূতনী’ ট্রেলার।

ট্রেলারে দেখা যাচ্ছে, অভিনেতা সানি সিংয়ের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ‘মহব্বত’ নামের এক অতৃপ্ত আত্মা। তাঁকে জব্দ করতে হাজির হয় ভূত শিকারি ওঝারূপী সঞ্জয় দত্ত। তাঁর সাহায্যে কলেজের কিছু পড়ুয়া ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে চায়। সঞ্জয় ত্রাতা হয়ে তাদের ভূত তাড়ানোর উপায় বাতলে দেন। ব্যাস এভাবেই সাজানো হয়েছে ছবির গল্প।

‘দ্য ভূতনী’-র পরিচালনা করেছেন সিদ্ধান্ত সচদেব। প্রযোজনার দায়িত্বে সঞ্জয় দত্ত ও দীপক মুকুট। এছাড়াও সহ-প্রযোজক সঞ্জয়পত্নী মান্যতা দত্ত এবং হুনার মুকুট। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় সঞ্জয় দত্ত নিজেই। এছাড়াও মৌনি রায়, সানি সিং, বাড়ি পলক তিওয়ারি,আসিফ খান সহ একাধিক অভিনেতাকে দেখা যেতে চলেছে। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য ভূতনী’। সবমিলিয়ে নতুন এই হরর কমেডি বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে সেটাই দেখার।