বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন টলিউড সুপাস্টার জিৎ
Tollywood superstar Jeet is worried about Bangladesh

The Truth of Bengal: ফের উত্তাল বাংলাদেশ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিক। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তারপরেই আগরতলা হয়ে দিল্লির যাচ্ছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করছেন ভারতীয়রা। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব, স্বস্তিকা সহ বহু তারকা। এবার এবিষয়ে মুখ খুললেন সুপারস্টার জিৎ। কলকাতার পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে অগণিত ভক্ত রয়েছে জিতের। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন জিৎ। তিনি লেখেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক’।
অপরদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ হতে দেখে জিৎ-কে তুলোধনা করেছেন নেটিজেনদের একাংশ। জিৎ-এর পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘আগে নিজের বাংলাটাকে নিয়ে দু একটা কথা বলুন। যেভাবে দুর্নীতি করে শাসক গোটা শিক্ষিত যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের শিরদাঁড়া সোজা রাখুন।’ অপর একজন লেখেন, ‘যখন বাংলাদেশিরা ভারতীয়দের গালিগালাজ করে তখন মনে থাকে না?’
প্রসঙ্গত, বর্তমানে সেনার দখলে রয়েছে বাংলাদেশ। এদিন সাংবাদিক বৈঠক করে সেনা প্রধান ওয়াকার উজ জামান বলেন , ‘সব হত্যার বিচার হবে। জনগণকে বলব, ধ্বংসলীলা এখনই বন্ধ করুন। আর কিছু পাওয়ার নেই। আপাতত অন্তর্বতীকালীন সরকার গঠন করে দেশ চালাবে সেনাবাহিনী’। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ছাত্র খুনী’ তকমা দিয়ে যে ধ্বংসলীলা চালাচ্ছে জনতা তা অবিলম্বে থামানোর আবেদন করেছেন সেনা প্রধান।