বিনোদন

মুক্তির সন্ধানে ‘তিলোত্তমা’, ছবিতে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা

Tilottama Movie Preview

The Truth of Bengla: ছবির নাম তিলোত্তমা। তাই স্বাভাবিকভাবেই এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছেন পরিচালক সৌম্যজিৎ আদক। তবে শুধু শহরের গল্পই নয়, ছবির চিত্রনাট্যে উঠে আসবে সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্পও। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের রিয়েল লাইফ কাপল নীল ও তৃণাকে।

এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। আর মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। তবে, এই ছবিতে তাঁরা জুটি বাঁধছেন না।চিত্রনাট্য অনুযায়ী তাঁদের দুজনের ট্র্যাক একেবারেই আলাদা।

নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত ও রাই। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। এই চরিত্রগুলি কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে নতুন জীবনের দিশা খুঁজে পায় তার উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির পরেই।

Related Articles