প্রকাশ পেল ‘বহুরূপী’র ট্রেলার, দেখুন অভিনয়ে কে কোন চরিত্রে?
This time the trailer of 'Bahurupi' has been released, see who is playing which role?

Truth Of Bengal: সামনে এলো নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির পুজোর ছবি ‘বহুরূপী’র ট্রেলার। জমজমাট অ্যাকশনে তৈরী এই ছবিটি। কথিত আছে টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগের বছর পুজোতে এই দুই পরিচালক জুটির হাত ধরে মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’।
‘বহুরূপী’ আসছে বড় পর্দায়, এই দুর্গা পুজোয়।#Windows#Pujo2024#Bohurupi#Trailerhttps://t.co/7jC70esarx@nanditawindows @shibumukherjee @itsmeabir @ritabharipc @KoushaniMukher1 pic.twitter.com/RUPXaTRGMz
— Windows Production (@WindowsNs) October 1, 2024
এবারের পূজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়দর্শকদের উপহার দিতে চলেছেন ‘বহুরূপী’ ছবিটি। ছবির ট্রেলারেবিক্রমের (শিবপ্রসাদ) চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে দুর্ধর্ষ ডাকাতে বদলে যেতে দেখা যাচ্ছে। সেই পথের পথপ্রদর্শক হয়ে সৎ একজন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষালের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
ছবিটিতে কৌশানি মুখোপাধ্যায়কে পকেট মারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আবিরের বিপরীতে অভিনয় করবেন ঋতাভরী চক্রবর্তী। সেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের কিছু অংশ ছবিটিতে ফুটে উঠবে। আর সেই সম্পর্কের টানাপোড়েনকে সামলে নিয়ে বিক্রমকে ধরতে মরিয়া হয়ে উঠতে দেখা যাবে সুমন্তকে। প্রসঙ্গত, ‘বহুরূপী’ তৈরির পরিকল্পনা চলছিল ২০১১ সাল থেকেই। আর তা বাস্তবায়িত করতে বেশ অনেকটা সময়ই অপেক্ষা করতে হয়েছে পরিচালক-অভিনেতাদেরকে। গত ১৪ আগস্ট ‘বহুরূপী’র টিজার প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বহু প্রতিক্ষার পরে মঙ্গলবার প্রকাশ্যে এল সেই ছবির ট্রেলার।