বিনোদন

এবার Kiff-এ সুজি কিউ, প্রধান চরিত্রে পার্নো

SUZIW Q

The Truth of Bengal: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একেবারে জমে উঠেছে। শনিবার রয়েছে এই উৎসবের বড় চমক। পরিচালক চন্দন রায় সান্যালের প্রথম ছবি সুজি কিউ সোজা চিত্রায়িত হল ওয়ার্ল্ড প্রিমিয়ার হিসেবে। তার আগেই সাংবাদিকদের সামনে উপস্থিত ছিলেন ছবির গোটা টিম। বুঝতেই পারছেন ছবিটি হল রিলিজ হওয়ার আগে সুজি কিউ নিয়ে বেশ আশাবাদী ছবির টিম।

এবছর চলচ্চিত্র উৎসব এই প্রথম মুক্তি পেল পর্নো মিত্র অভিনীত নতুন ছবি সুজি কিউ। হিন্দি কম্পিটিশন সেকশনে এই ছবি স্থান পেয়েছে। এই প্রথম হিন্দি ছবি করছেন অভিনেত্রী। তার আগেই ছবিটির প্রিমিয়ার হয়েছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। খুব স্বাভাবিকভাবেই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। এই ছবির পরিচালক অর্থাৎ চন্দন রায় সান্যাল তিনি নিজে একজন অভিনেতা।

একটা সময় বহু ছবিতে কাজ করেছেন। এই প্রথমবার তিনি ধরা দিলেন অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবে। নিজের প্রথম পরিচালক হিসেবে কাজ করা নিয়ে তিনি কি বললেন শুনবো প্রসঙ্গত প্রথম পরিচালনাতেই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেন পরিচালক চন্দন রায় সান্যাল । এবার এটাই দেখার যে দর্শকমহলে এই ছবিটি ঠিক কতটা বাজিমাত করতে পারে।

Related Articles